খুকি তুই স্বপ্ন দেখিস কেন Posted on August 17, 2016August 17, 2016 by Priyashmita Guha খুকি তুই চোখের জল ভাসাস কেন? খুকি তুই স্বপ্ন দেখিস কেন বারে বারে ? জানিস তো সেই ভাঙবে সেটা প্রতিবারে খুকি তুই চোখের জল ভাসাস কেন? জানিস যখন নেই তার কোনো দাম কোনো ?